ভোটের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম: রুমিন ফারহানা
ভোটের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম: রুমিন ফারহানা
ভোটের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি, নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারেনি। বিএনপির নেতাকর্মীদের নামে শত শত মিথ্যা মামলা হয়েছে, এমনকি অনেকেই স্বজনের জানাজায়ও অংশ নিতে পারেননি
শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে এক কর্মীসভায় এমন মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আমরা অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে মাথা নত করিনি। বিএনপির দুঃসময়ে, যখন কেউ কথা বলতে ভয় পেত, আমি তখন হাসিনার মুখোমুখি দাঁড়িয়ে দেশের পক্ষে কথা বলেছি— দেশে এবং আন্তর্জাতিক পরিসরে।
উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যারা আপনাদের সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন, তারা অনেকেই সেই সময় গাঢাকা দিয়েছিলেন। যারা দুঃসময়ে পাশে ছিলেন, তাদের ভুলে গেলে চলবে না। সামনে জাতীয় নির্বাচন— আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা শিক্ষিত, সৎ ও জনমানুষের পাশে থাকা প্রার্থী চান, নাকি টেন্ডারবাজ-দখলদারদের হাতে আবার দেশ তুলে দিতে চান?
রুমিন ফারহানা আশ্বাস দেন, ভবিষ্যতে জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে পারলে তিনি দুর্গাপুরসহ আশেপাশের অঞ্চলে গ্যাস সংযোগের ব্যবস্থা করবেন এবং তরুণদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে টেকসই কর্মসংস্থান গড়ে তুলবেন।
এ সময় তিনি বলেন, তরুণদের জন্য রাজনীতিকে আদর্শভিত্তিক করে তুলতে হবে, যাতে তারা স্বপ্ন দেখতে পারে, নেতৃত্ব দিতে পারে, পরিবর্তন আনতে পারে।