দখলবাজি-চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি: আযম খান
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন—দলের ভেতরে কোনো ধরনের অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি কিংবা দখলবাজির সুযোগ নেই। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে, তাদের শুধু দল থেকে বহিষ্কারই নয়, প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও তুলে দেওয়া হবে।
আহমেদ আযম খান বলেন, ‘আমরা একটি সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। বিএনপি কখনো হঠকারী রাজনীতিতে বিশ্বাস করে না, বরং একটি গণতান্ত্রিক ও উদার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী দল হিসেবে দেশের মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়।’
শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মডেল মসজিদের হলরুমে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলন কোনো হঠাৎ ঘটনার ফল নয়, এটি গত ১৫ বছরের দীর্ঘ রক্তাক্ত সংগ্রামের ফসল। ছাত্র-জনতা, রাজনৈতিক দলসহ সবার অংশগ্রহণে এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি মোড় পরিবর্তন করেছি। এই কারণেই আগামী ৩৬ দিনব্যাপী কেন্দ্রঘোষিত কর্মসূচির মাধ্যমে আমরা ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ স্মরণ করব।’
আন্দোলনের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই, এই আন্দোলনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হোক। গণতন্ত্রের উত্তরণ হোক এই অভ্যুত্থানের প্রকৃত ফসল।’
সংস্কার প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, ‘সংস্কার দ্রুত হোক বা ধীরে, মূল কথা হলো—এটি চলমান থাকতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে অতীতের ফ্যাসিবাদী ধারা থেকে বেরিয়ে এসে আমাদের বিচার, নির্বাচন ও সংস্কারের ধারাকে অব্যাহত রাখতে হবে। আমরা বিশ্বাস করি, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে এবং সেই সরকার সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে।’