সীমাহীন দুর্নীতি করা আ.লীগের উত্থান হয়েছিল, পতনও হয়েছে, কাজেই আমরা যেন শুধরাই: সিনহা
সীমাহীন দুর্নীতি করা আ.লীগের উত্থান হয়েছিল, পতনও হয়েছে, কাজেই আমরা যেন শুধরাই জানিয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা বলেছেন, আওয়ামী লীগের একটি পরিবারে ৩৬ জন এমপি ছিলেন। তাদের আমলে সীমাহীন দুর্নীতি হয়েছে। তারা এখন পালিয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন।
মিজানুর রহমান সিনহা বলেন, আওয়ামী লীগের উত্থান হয়েছিল, আবার পতনও হয়েছে। কাজেই আমরা যেন শুধরাই। রাজনীতিতে কী হয় বলা যাবে না। দিনক্ষণ নির্ধারণ না হলে বলতে পারবো না কবে নির্বাচন হবে। তবে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া উচিত।
শুক্রবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখনো পর্যন্ত মুন্সীগঞ্জের কোনো পরিবর্তন হয়নি। কিছু উন্নয়ন হয়ে থাকলেও বিএনপির আমলে হয়েছে। এবার বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন করবো। কিছুটা উন্নয়ন হওয়ার উচিত ছিল। নিরপেক্ষ থেকে আমি উন্নয়ন করতো চেষ্টা করবো। আমার রাজনীতিতে আসাটা দুর্ঘটনার মতো ছিল। জনগণ আমাকে চাচ্ছে। মুন্সীগঞ্জ জেলাকে একটা পর্যায়ে নিতে চেষ্টা করবো। আমি নির্বাচন ধানের শীষ প্রতীকেই করবো।