আ.লীগ সরকার খাল খননের নামে হাজার কোটি টাকা ব্যয় করলেও সুফল পায়নি চট্টগ্রামবাসী: খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার খাল খননের নামে হাজার কোটি টাকা ব্যয় করলেও তার সুফল এখনো চট্টগ্রামবাসী পায়নি।’

শুক্রবার (২ মে) দুপুরে চট্টগ্রামের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আমীর খসরু জানান, জলাবদ্ধতা দূর করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে এই খাল খননে কাজ করবেন। তিনি বলেন, ‘এই খাল খননের মাধ্যমে পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, যা নগরবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি, পরিবেশ ও অর্থনীতিতেও লাভবান হবে জনগণ।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.