গর্ভকালীন নারীর পোশাক

0

গর্ভকালটি মায়েদের জন্য বেশ কঠিন! গর্ভাবস্থায় বেশির ভাগ নারীই শারীরিক ও মানসিকভাবে দুর্বল বোধ করেন। এ সময় পরিবার থেকে প্রায়ই তাদের প্রতিদিনের রুটিন পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই, এমনকি গর্ভাবস্থার নিয়মগুলোও। এখন নয় মাসের এ অদ্ভুত সুন্দর সময়টাকে আধুনিক মায়েরা জীবনের অন্যতম সুন্দর ধাপ হিসেবেই দেখছেন। গর্ভকালকে উদযাপন করার জন্য ক্লাব হাউজ ২৪ জানুয়ারি যমুনা ফিউচার পার্ক আউটলেটে এক অভিনব ফ্যাশন শোয়ের মাধ্যমে তাদের ম্যাটারনিটি ওয়্যার কালেকশন সবার সামনে নিয়ে আসে। ‘প্রেগন্যান্সি ইজ বিউটিফুল’ শীর্ষক ইভেন্টটি দেশের প্রথম ফ্যাশন শো, যেখানে সত্যিকারের গর্ভবতী মায়েরা মডেল ছিলেন, যাদের মডেলিংয়ের অভিজ্ঞতা ছিল না। ক্লথিং লাইনের ফটোশ্যুট থেকে শুরু করে শো স্টপার, সবই পরিচালিত হয়েছে গর্ভবতী মায়েদের দ্বারা। জাতীয় অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শাহালা খাতুন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মেডিসিন এবং কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. জাহানারা আরজু, ল্যাবএইড হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. মরিয়ম ফারুকীসহ অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং গর্ভাবস্থায় করণীয় নানা বিষয় সম্পর্কে আলোকপাত করেন। এ সময় প্রসবোত্তর সময়কাল সম্পর্কেও আলোচনা করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com