তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের গর্ব: বিএনপি
তামিম ইকবালের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। সোমবার (২৪ মার্চ) বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এক বিবৃতিতে নেতারা বলেন, তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের গর্ব। তার অসুস্থতার সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।
তারা বলেন, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন ও মাঠে ফিরে আসেন।