‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে ভুয়া সংগঠনটি প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন করে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে।

শনিবার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে রিজভী জানান, তথাকথিত এই সংগঠনটি রোববার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। তিনি সংগঠনটিকে অবৈধ আখ্যায়িত করে এর সঙ্গে কোনও ধরনের সম্পর্ক না রাখতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

যাদের সঙ্গে এই সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেন রিজভী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com