পাসপোর্ট বাতিল হওয়ার পরও হাসিনা কীভাবে ভারতে আছেন, প্রশ্ন রিজভীর
পাসপোর্ট বাতিল হওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছেন- এমন প্রশ্ন রেখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছেন? তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জনগণকে করের ওপর কর চাপিয়ে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বাড়াতে পারে না সরকার। আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার।
রুহুল কবির রিজভী বলেন, সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কি না, মানুষ ঠিকমতো খেতে পারছে কি না। এটিই হচ্ছে ড. ইউনূস সরকারের দায়িত্ব।