দেশে সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে জিয়া পরিবার: শামা ওবায়েদ
গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর থেকে একটা চাওয়া সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তা হচ্ছে নতুন বাংলাদেশ। সে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে হলে সবার করণীয় কি, তা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ।
সোমবার (৬ জানুয়ারি) বিকালে ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে ঐক্যবদ্ধভাবে আমাদের সকলকে, সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে এক জায়গায় আসতে হবে। যত দ্রুত সম্ভব, অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’
তিনি জানান, দেশে সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে জিয়া পরিবার। এই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শেখ হাসিনা মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন। তবে তিনি তা পারেননি, মনে করিয়ে দেন শামা।
তিনি বলেন, , ‘বাংলাদেশে সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে জিয়া পরিবার। কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। কারন ষড়যন্ত্র করে বেশিদিন টিকে থাকা যায় না। বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ফ্যাসিবাদি শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি। জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনা ও তার দোসররা প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে।’
শামা ওবায়েদ যারা বাংলাদেশের মাটি রক্তাক্ত করেছে, অরাজকতা সৃষ্টি করেছে, তাদের বিচার চান এ অনুষ্ঠানে। তিনি বলেন, ‘যারা বাংলাদেশের মাটি রক্তাক্ত করেছে, যারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষদের হত্যা করেছে, যারা ব্যাংকের টাকা ও দেশের সম্পদ লুট করেছে, যারা জনগণের ভোটাধিকার হরণ করছে, সেই কুখ্যাত খুনি শেখ হাসিনা সহ তাদের সবার বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে।’