বিএনপি জনগণের রাজনৈতিক দল: ডা. জাহিদ
‘কোনও রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা করে অতীতেও কেউ সফল হয়নি, ভবিষ্যতেও কেউ সফল হবে না’, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাকিমপুর উপজেলা বিএনপি আয়োজিত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার দুস্থ মানুষের মাঝে নিজ উদ্যোগে এই কম্বল বিতরণ করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আমরা মনে করি— রাজনৈতিক দল গঠন হতেই পারে। রাজনৈতিক দল গঠন হলে তারা মাঠে আসবে, জনগণকে কর্মসূচি দেবে। জনগণের যে কর্মসূচি ভালো লাগবে তারা সেটি গ্রহণ করবে। কিন্তু প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনও দল গঠন কখনোই সফল হবে না। গাছের ছায়ায় যেমন কোনও গাছ জন্মে না, পরগাছা হয়। কাজেই মনে রাখতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্টরা রাজনৈতিক দল গঠনের বিষয়টি আলোচনায় রয়েছে। তাদের নাম উল্লেখ না করেই বিএনপির এই নেতা বলেন, ‘যে বন্ধুরা নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন, তাদের অনুরোধ করবো পতিত স্বৈরাচার ও পলায়নকৃত স্বৈরাচারদের দোসরদের নিয়ে আমরা দেখছি কিছু কিছু মিটিং করার চেষ্টা করছেন। সেটি করলে দেশের মানুষ ভুল বুঝবে, মানুষের কাছে ভুল বার্তা যাবে।’
তিনি দল গঠনের উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা বরং নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে নামুন, জনগণকে কর্মসূচি উপহার দিন। আপনাদের ঘোষণা প্রকাশ করুন, পরে জনগণই ঠিক করবে। কিন্তু গাছের তলে যে গাছ জন্মানোর যে চেষ্টা অতীতেও সার্থক হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সার্থক হবে না।’ তবে তাদের জন্য শুভকামনাও জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘যারা দুঃখ-কষ্টে রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর দল হলো বিএনপি। কোনও অবস্থাতেই আমরা মানুষকে কষ্টে রেখে পালিয়েও যাই না, তেমনি মানুষকে কষ্টে রেখে আমরা টাকা-পয়সা বিদেশে পাচার করি না। কাজেই বিএনপি হচ্ছে একটি জনগণের দল। সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র নিয়ে জনগণের পাশে হাজির হয়েছি। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি ভবিষ্যতেও করবো। সেইসঙ্গে সমাজের বিত্তবানদের অনুরোধ করবো, শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।’