দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে, এখন দেশ গড়ার পালা: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা স্বৈরাচারমুক্ত করেছি দেশ। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা।’
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন। সদর উপজেলার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে লালমনিরহাট জেলা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে ১৮ থেকে ২০ কোটি মানুষ। আমাদের বহু মেধাবী ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশার বহু মেধাবী মানুষজন আছেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, বাংলাদেশের একজন সন্তান হিসেবে মনে করি, আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার থাকলে চলবে না—আগামী দিনে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল (পেশাদার) খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী তৈরি করতে হবে। যা তৈরি করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে।’
তারেক রহমান আরও বলেন, ‘যেসব খেলা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় এবং আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়; এ রকম আট–দশটি খেলা বাছাই করব। এই দেশের মানুষের ভেতর থেকে, দেশের সন্তানদের মধ্য থেকে বাছাই করব, কারা সেই খেলাগুলোয় ভালো করতে পারবে।’
তারেক রহমান বলেন, ‘আমাদের সমাজে মোটামুটিভাবে একটি ধারণা আছে, পড়ালেখা করতে হবে, ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। আমাদের সামাজিক গঠনটাই এ রকম। কিন্তু বক্তিগতভাবে আমি মনে করি, একজন মানুষকে, যার মধ্যে খেলোয়াড় হিসেবে মেধা আছে তাকে যদি আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, সে যদি একজন প্রফেশনাল খেলোয়াড় হতে পারে তাহলে সেই পেশার মাধ্যমে সে তার পরিবারকে সাপোর্ট করতে সক্ষম হবে।’
ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ। এ সময় রংপুর বিভাগের আট জেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।