আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠু বিচার দাবি সমমনা জোটের

0

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সরকারের কাছে এ দাবি জানান।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোট এই কর্মসূচির আয়োজন করে।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বাংলাদেশে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। এখানে আমরা দীর্ঘকাল ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। আমাদের এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনাসহ তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা চক্রান্ত-ষড়যন্ত্র চালাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। এ জন্য জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এনপিপি চেয়ারম্যান বলেন, পতিত ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার মধ্যদিয়ে এই সরকারকে ব্যর্থ করতে চায়। তাই সরকারকে কঠোর হস্তে ষড়যন্ত্রকারীদের পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি দমন করতে হবে। জাতীয়তাবাদী সমমনা জোট এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে।

ফরিদুজ্জামান ফরহাদ দেশের বিদ্যমান সংকট উত্তোরণে এই সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com