জাতির সংকট-সংগ্রামে জাতীয় ঐক্যই আমাদের পথ দেখাবে: সাকি

0

জাতির সংকট-সংগ্রামে জাতীয় ঐক্যই আমাদের পথ দেখাবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এ কথা জানান।

জোনায়েদ সাকি বলেন, মওলানা ভাসানী জনগণের গণঅভ্যুত্থানকেই সব সময় জনগণের দাবি আদায়ের পথ হিসেবে দেখেছেন। জুলাই-আগস্ট অভ্যুত্থান তাই একদিকে যেমন মওলানা ভাসানীর দেখানো পথের অনুসারী তেমনি অভ্যুত্থান পরবর্তী পথ নির্ধারণেও শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের ধর্ম-শ্রেণি-বর্ণ-লিঙ্গ জাতি নির্বিশেষে সবার রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক অধিকার ও সাম্য প্রতিষ্ঠার পথেই এগোতে হবে। প্রতিষ্ঠা করতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com