সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে সংস্কার কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে। সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের তিন মাস পার হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক অগ্রাধিকার নির্দিষ্ট করতে পারেনি।
সোমবার গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে সাইফুল হক আরও বলেন, এ সরকারের বড় পরীক্ষা হলো অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সঙ্গে বিদায় নেওয়া।
তিনি আরও বলেন, সংস্কার কার্যকর করতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনগুলোর বৈঠক করা জরুরি। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারলে কোনো সংস্কার উদ্যোগই সফল হবে না। এজন্য দলগুলোর সঙ্গে সরকার ও সংস্কার কমিশনগুলোর দূরত্ব কমিয়ে আনা দরকার।