প্রতিটি গুম-খুনের অপরাধে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে: শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, প্রতিটি গুম-খুনের অপরাধে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে। এছাড়া গত ১৫ বছর যারা বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে।
বুধবার (৩০ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট হাইস্কুল মাঠে চরযোশরদী ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।