ড. ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া উচিত: মাহমুদুর রহমান

0

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে রাষ্ট্রপতি হিসেবে মুহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়া উচিত মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার গঠন করারও প্রস্তাব দিয়েছেন তিনি।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘ফ্যাসিবাদ–উত্তর বাংলাদেশে সংবিধান প্রশ্ন: মুজিববাদ নাকি জনমুক্তি?’ শীর্ষক সংলাপে মাহমুদুর রহমান এ প্রস্তাব দেন।

মাহমুদুর রহমান বলেন, যদি রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠন করতে রাজি না হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিপ্লবী সরকার গঠন করতে পারেন।

একই সঙ্গে সংবিধান স্থগিত করার প্রস্তাব দিয়ে মাহমুদুর রহমান বলেন, তার সংসদ এসে ঠিক করবে, সংবিধান কী হবে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

এমনকি বাংলাদেশে ‘মুজিবুর রহমান’ নামই নিষিদ্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন মাহমুদুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি জানান এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘটনায় সাধুবাদ না জানানোয় বিএনপি ও জামায়াতের কড়া সমালোচনা করেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com