স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর এখন মানুষ স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে: মাহমুদুর রহমান
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘কার্টুনিস্টরা তাদের সুচিন্তিত তুলির আঁচড়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলের বাস্তবতাকে তুলে ধরেছেন। খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর এখন মানুষ স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে।’
তিনি বলেছেন, ‘শেখ হাসিনার জুলুম নির্যাতনের এই কার্টুন চিত্র নতুন প্রজন্মকে জানিয়ে দেবে, শেখ হাসিনা কতটা কায়েমি স্বার্থবাদী ও নির্মম শাসক ছিলেন।’
মঙ্গলবার (৮ অক্টোবর) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হওয়া বাংলাদেশ কার্টুনিস্ট ফোরাম ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্বৈরাচারীর ১৬ বছর’ শীর্ষক কার্টুন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদী, স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। আমার দেশ পত্রিকাসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়। লেখক, চিত্রশিল্পী কারোরই কোনো স্বাধীনতা ছিল না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছেন। জেল থেকে বের হওয়ার পর দেশ ছাড়তে বাধ্য করেছেন।’
অনুষ্ঠানে বাংলাদেশ কার্টুনিস্ট ফোরামের সভাপতি প্রখ্যাত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট ইব্রাহিম মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কার্টুনিস্ট আসিফুল হুদা, দেশীয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মোস্তফা মনোয়ার প্রমুখ।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল অনুষ্ঠানটি পরিচালনা করেন।