ছয় মাসের জন্য মাঠের বাইরে বার্সার দেম্বেলে

0

চোট তাকে পিছু ছাড়ছে না। একের পর এক চোটের কারণে ধ্বংস হতে বসেছে সম্ভাবনাময় ক্যারিয়ার। বলা হচ্ছে উসমানে দেম্বেলের কথা। পুরাতন চোট কাটিয়ে খেলায় ফেরার আগেই ফের চোটে পড়েছেন ফরাসি এই স্ট্রাইকার। হ্যামস্ট্রিংয়ের এই চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন অন্তত ছয়মাসের জন্য।

উরুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর গত সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছিলেন দেম্বেলে। অপেক্ষা ছিল খেলায় ফেরার। কিন্তু বিধি বাম। অনুশীলনেই ফের চোট পেয়ে বসলেন ২২ বছর বয়সী এই ফুটবলার। এবার বাঁ উরুতে গুরুতর চোট পেয়েছেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়েছে, মঙ্গলবার ফিনল্যান্ডে দেম্বেলের অস্ত্রোপচার করা হয়েছে।

২০১৭ সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় আসার পর থেকেই একের পর এক চোটে ভুগছেন দেম্বেলে। তবে যে কয়টা ম্যাচ খেলেছেন তাতে দ্যুতি ছড়িয়েছেন তরুণ এই ফুটবলার।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচে পুরোপুরি সময় খেলতে পেরেছেন দেম্বেলে। চোটের কারণে ক্লাবটিতে এখন ২৩টি ম্যাচ খেলতে পারেননি তিনি। নতুন এই চোটের কারণে ২০২০ ইউরো খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে উদীয়মান এই ফুটবলারের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com