কঠিন সমীকরণ, তবু আশাবাদী আবাহনী
এএফসি কাপের প্রাক বাছাই পর্বের প্লে অফ অফ রাউন্ডে বুধবার মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
ঘরের মাঠে ড্র করায় অ্যাওয়ে ম্যাচটির আগে বাংলাদেশের জায়ান্টদের সামনে কঠিন সমীকরণ। পরের ধাপে পা রাখতে হলে মলেতে জয়ের বিকল্প নেই আবাহনীর। ড্র করলেও সেটি হতে হবে নির্দিষ্ট ব্যবধানে। তবে কঠিন সমীকরণ সামনে রেখেও আবাহনী আশার কথাই শোনাচ্ছে সমর্থকদের।
গত বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ঘরের মাঠে গোল হজম করায় আবাহনী আছে পিছিয়ে। অন্যদিকে মাজিয়া প্রতিপক্ষের মাঠে গোল করায় এগিয়ে থাকছে।
আবাহনীকে এখন পরের ধাপে যেতে হলে ড্র করলেও সেটি হতে হবে ৩-৩ গোলে। প্রতিপক্ষকে তাই এগিয়েই রাখছে আবাহনী। তবে ম্যাচের আগে জয়ের প্রত্যয় ব্যক্ত করলেন অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন, ‘আমরা আশা ছাড়ছি না। আমরা নিজেদের সেরাটা দেব এবং সেটা দিতে পারলে জিতব আশা করি।’
কোচ মারিও লেমোস জানান, ‘প্রথম লেগে আমরা ভালো করিনি। সেই ভুলগুলো অনুশীলনে শুধরে নিয়েছি। মাজিয়া আমাদের চেয়ে একটু এগিয়ে আছে। যেহেতু তারা দুটি অ্যাওয়ে গোল পেয়েছে। তবে বুধবার ভিন্ন একটি ম্যাচ হবে।’