মাদুরোর প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী ঘোষণা যুক্তরাষ্ট্রের

0

ব্যাপক অনিয়ম, কারচুপি এবং রক্তাক্ত সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন। ৫১ শতাংশ ভোট পেয়ে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচনি পরিষদের (সিএনই)। এরপরই দেশটির রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

নির্বাচনের ফল প্রত্যাখান করে দেশটির নাগরিকদের বিক্ষোভ প্রদর্শনে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে বিরোধী দল। নির্বাচন কর্তৃপক্ষ ঘোষিত ফল করেছে তা ভাঁওতাবাজি আখ্যা দিয়েছে মাদুরোর বিরোধীরা।

বিরোধীদলীয় জোটের দাবি, ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে ব্যাপক ব্যবধানে মাদুরোর বিপক্ষে বিজয়ী হয়েছেন গঞ্জালেজ।

এদিকে এক ঘোষণায় বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বৃহস্পতিবার (১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, নির্বাচনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট নয় বরং জয় পেয়েছে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘ভেনেজুয়েলার জনগণের কাছে স্পষ্ট যে এডমুন্ডো গঞ্জালেজ ভেনেজুয়েলার ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এ নিয়ে গুরুত্বপূর্ণভাবে নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে’।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com