ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার হামাসের

0

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়েহকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছে গোষ্ঠটি। বুধবার (৩১ জুলাই) সকালে এক বিবৃতিতে সংগঠনটি এই অঙ্গীকার ব্যক্ত করে। তুরস্কের সংবাদমাধ্যমে টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে হামাস বলেছে, বিশ্বাসঘাতক জায়নবাদীদের গুপ্তহত্যার শিকার হয়ে ইসমাইল হানিয়েহ শহীদ হয়েছেন। আমাদের ফিলিস্তিনি জনগণের মহান সন্তানের শাহাদাতের ঘটনায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শোকাভিভূত। একইসঙ্গে শোকাভিভূত আরব ও মুসলিম দেশগুলো এবং সারা বিশ্বের মুক্তিকামী জনগণ।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেন, ভীরুতাপূর্ণ এই হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না।

বুধবার সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে, তেহরানে যে ভবনে ইসমাইল হানিয়েহ অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হয়েছে। এই হামলায় হানিয়েহ এবং তার একজন দেহরক্ষী নিহত হন।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ছিলেন ইসমাইল হানিয়েহ। কাতারে বসবাসরত এই নেতা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে হামাসের কূটনৈতিক উদ্যোগেরও নেতৃত্বে ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com