শিরোপা জয়ের লক্ষ্যে ইউরোর ফাইনালে স্পেন-ইংল্যান্ড
গত ১৬ বছরের মধ্যে তৃতীয় ফাইনাল খেলতে নামছে স্পেন আর অন্যদিকে টানা দ্বিতীয় ইউরোর ফাইনালে ইংল্যান্ড। স্পেন গত দুটি ফাইনাল জিতলেও ইংল্যান্ড তাদের ফাইনালটি হারে ইতালির কাছে। তবে এবার প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে বেশ ভালোভাবেই আঁটসাঁট বেঁধে নেমেছে ইংল্যান্ড।
তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া স্পেন দলটি এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। তাই দলের সব খেলোয়াড়ই রয়েছে ফর্মের তুঙ্গে।
এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে স্পেন একাদশে ফিরেছেন দানি কার্ভাহাল। ইংল্যান্ড দলেও একটি পরিবর্তন এনেছেন কোচ গ্যারেথ সাউথগেট। কিরেন ট্রিপিয়ারের পরিবর্তে একাদশে খেলবেন লুক শ।
স্পেন একাদশ
উনাই সিমন (গোলরক্ষক), দানি কার্ভাহাল, লে নরম্যান্দ, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেল্লা, ফাবিয়ান রুইজ, রড্রি, নিকো উইলিয়ামস, দানি ওলমো, লামিন ইয়ামাল, আলভারো মোরাতা।
ইংল্যান্ড একাদশ
জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, লুক শ, মার্ক গুয়ে, ডেকলান রাইস, কবি মাইনো, বাকায়ো সাকা, জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন, হ্যারি কেইন।