বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, জনগণের প্রত্যক্ষ রায় ও ম্যান্ডেট মেনে ক্ষমতায় এসেছে: খোকন
বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেছেন, বিগত দিনে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই জনগণের প্রত্যক্ষ রায় ও ম্যান্ডেট মেনে ক্ষমতায় এসেছে। পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতা আসে নাই। তাই বিএনপি ভোটকে ভয় পায় না।
খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচত হওয়ায় চিনিশপুর ইউনিয়নের উদ্যেগে আয়োজিত এক সংবর্ধনা ও বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কাঁচের মতো স্বচ্ছ নির্বাচন দিতে হবে। নির্বাচন যাতে কোনো কারচুপি না হয়। ভোট ডাকাতি না হয়। দিনের ভোট যাতে রাতে না হয়। কেননা আমরা জনগণের দুঃসময়ে পাশে ছিলাম।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্যই আমরা এতদিন লড়াই করেছি। আর এই লড়াই করতে গিয়ে আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলা হামলা ও গুমের শিকার হয়েছেন। কিন্তু একটি পক্ষ সংষ্কার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বাচনে আসেন। জনগণ যাদের পক্ষে রায় দেবে আমরা তাই মেনে নেব। কিন্তু বিএনপিকে ঠেকানোর জন্য এসব করে লাভ নেই। কারণ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বেছে নেবে।
খোকন বলেন, দেশ নিয়ে গভীর চক্রান্ত হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে নেই। তারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো রকম ষড়যন্ত্র করে নির্বাচনকে ভূলুন্ঠিত করতে না পারে।