নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে ইংল্যান্ড
টানা দ্বিতীয় ফাইনাল খেলার লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে ইংল্যান্ড। আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে গ্যারেথ সাউথগেটের দল। কনসার পরিবর্তে গুয়ে ফিরেছেন একাদশে।
ইংল্যান্ড একাদশ
জর্দান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, জন স্টোনস, মার্ক গুয়ে, কিরেন ট্রিপিয়ার, ডেকলান রাইস, কবি কাইনো, বাকায়ো সাকা, জুদ বেলিংহ্যাম, ফিল ফোডেন, হেরি কেইন।
নেদারল্যান্ডস একাদশ
বার্ট ভারব্রুগেন (গোলরক্ষক),ডেনজেল ডামফ্রিস, স্টেফান ড্রি ভ্রিজ, ভার্জিল ভ্যান ডাইক, ন্যাথান আকে,জেরদি শটেন, টিজানি রেইনার্ডস, ডনিয়েল মালেন, জাভি সিমন, কডি গাকপো, মেম্ফিস ডেপায়