কোটা সংস্কারের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে: সাইফুল হক

0

কোটা সংস্কারের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। ন্যায্য দাবি নিয়ে আজ হাজার হাজার শিক্ষার্থী রাজপথে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে এ বিষয়ে দায়মুক্তি চায় সরকার।

মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এ আয়োজন করে।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোটা সংস্কার আন্দোলনের সমাধান করা যাবে না। এটা আইনগত কোনও বিষয় না। এটা রাষ্ট্র ও সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের একটি বিষয়। কোটা সংস্কারের যে দাবি, সেটা আজ গণদাবিতে পরিণত হয়েছে। যে বিষয়ে জনগণের ঐকমত্য তৈরি হয়েছে, নীতিগতভাবে সেটা মেনে নেওয়া দরকার। এখানে প্রয়োজনে একটি কমিশন গঠন করে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলাপ-আলোচনা করে সমগ্র কোটা ব্যবস্থার একটা যৌক্তিক, গণতান্ত্রিক সংস্কার করা দরকার।’

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে তিনি বলেন, ‘আমরা স্বাধীন জাতি রাষ্ট্র। আমার দেশের রাষ্ট্রপ্রধান… রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্য মন্ত্রীরা কোথায় কোন দেশে যাবেন, সেটা আমাদের সিদ্ধান্তের বিষয়। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বললেন, তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন, তারা (সরকার) ভারত সফরের পর চীন সফরে যাবেন। এ ক্ষেত্রে তারা টেকনোক্র্যাট অনুমতি নিয়েছেন। বাংলাদেশ সরকারকে চীন সফরের জন্য আগে ভারতের অনুমতি নিতে হয়েছে।’

সরকারকে উদ্দেশ করে সাইফুল হক বলেন, ‘২০২৪ সালে দেশের মানুষ যে এজেন্ডাগুলো দেখতে চেয়েছিল, সেগুলোর কোনও দরকষাকষি ছাড়াই তারা ঢাকায় ফিরে এলেন। বাস্তবে প্রধানমন্ত্রী কোনও কিছু ছাড়াই দেশে ফিরে এসেছেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com