দেশে আজ আইনের শাসন নেই, সরকার কোনো কিছুই তোয়াক্কা করছে না: নিতাই রায়
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়াকে তিল তিল করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার। দেশে আজ কোনো আইনের শাসন নেই। সরকার কোনো কিছুই তোয়াক্কা করছে না।
বুধবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারা দেশে মগের মুল্লুকের অবস্থা দাঁড়িয়েছে। দেশের মানুষ আজ জিম্মি হয়ে পড়েছে। শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখার লোভে যা ইচ্ছে তাই করে চলেছেন। সাধারণ মানুষ আজ কষ্টে আছে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপির এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।