খালেদা জিয়া কারামুক্ত হলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে জনগণও মুক্তি পাবে: সপু
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু বলেছেন, বেগম খালেদা জিয়া কারামুক্ত হলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। সেই সঙ্গে জনগণও মুক্তি পাবে। সরকার মামলা ও সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে।
বুধবার (৩ জুলাই) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর সরাফত আলী সপু বলেন, খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের বুকের ওপর দিয়ে রেললাইনের অবৈধ চুক্তি হতো না। দেশে দুর্নীতি-দুঃশাসন হতো না। স্বৈরশাসন হতো না। তিনি মুক্ত থাকলে সার্বজনীন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় থাকতো।