আর্জেন্টিনার অলিম্পিক দলটির নেতৃত্ব দেবেন থিয়াগো আলমাদা

0

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড ঘোষণা করলেন কোচ হাভিয়ের মাসচেরানো। দলে সুযোগ পেয়েছেন তিন সিনিয়র ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওটামেন্ডি ও জেরোনিমো রুল্লি।

এমিলিয়ানো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজের অলিম্পিকে খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তাদের ক্লাব ছাড়তে অস্বীকৃতি জানায়। যে কারণে তাদের আর খেলা হচ্ছে না।

নিয়মানুযায়ী তিনজন ২৩ বছরের বেশি ফুটবলার দলে রাখতে পারবে দলগুলো, বাকি সবার বয়স ২৩-এর নিচে হতে হবে। আর্জেন্টিনার অলিম্পিক দলটির নেতৃত্ব দেবেন থিয়াগো আলমাদা।

আর্জেন্টিনা স্কোয়াড
গোলকিপার: লেয়ান্দ্রো ব্রে, জেরনিমো রুল্লি
ডিফেন্ডার: মারকো দি সেজারো, হুলিও সোলের, জোয়াকুইন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাদ ওটামেন্ডি, ব্রুনো আমিওনে

মিডফিল্ডার: এজিকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজ্জে, ক্রিশ্চিয়ান মেদিনা, কেভিন জেনোন

ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডো, থিয়াগো আলমাদা৷ ক্লাদিও ইচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেলত্রান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com