বিএনপি নেতা মরহুম নাদিম মোস্তফার জানাজা অনুষ্ঠিত

0

সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজা আজ রোববার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, আজ বেলা ১১টায় ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তার।

তার জানাজায় অংশ নিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মরহুম নাদিম মোস্তফার সাথে চলার স্মৃতিচারণ করে রিজভী বলেন, বহুদিন মতিহারের সবুজ চত্বর ও রাজশাহী শহরে আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। অনেকবার কারাবরণ করেছেন এরশাদের আমলে। পরবর্তী পর্যায়ে বারবার কারাবরণ করেছেন এই সরকারের আমলে।

তার রূহের মাগফেরাত কামনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘নাদিম মোস্তফা এত কম বয়সে চলে যাবেন, সেটা আমাদের বিশ্বাস হচ্ছে না। মহান আল্লাহতায়ালার কাছে তার রূহের মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে কবরে শান্তিতে রাখেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com