শ্রীলঙ্কার লিগ খেলতে দেশ ছাড়লেন হৃদয়-তাসকিন-মুস্তাফিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে গতকাল ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের মধ্যে দিয়ে। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল গেল মঙ্গলবার (২৫ জুন)। এরপর শুক্রবার দেশে ফিরে আসেন নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন টাইগার ক্রিকেটাররা। দেশে ফিরে তাদের বেশিরভাগই বেশ কিছুদিন বিশ্রামে থাকছেন। এরপরই ফের ব্যস্ততা বাড়বে আগামী মাসে হতে যাওয়া তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগকে কেন্দ্র করে।
তিন দেশের এসব লিগে খেলবেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। সবার আগে শ্রীলঙ্কার লিগ খেলতে আজ (রোববার) দেশ ছাড়লেন তিন টাইগার ক্রিকেটার– তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। আগামীকাল থেকে সেখানে মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এবারের আসরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন হৃদয় ও মুস্তাফিজ। এ ছাড়া তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন।