৭ জানুয়ারির একদলীয় নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে: দুলু
জনগণের ভোট ও ভাতের অধিকারের আন্দোলন বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ২০০৮ সালের পর যে কয়টা নির্বাচন হয়েছে, তার সবগুলোই ছিল ষড়যন্ত্রমূলক। চক্রান্তের মাধ্যমে বিএনপিকে হারিয়ে দিয়ে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এসব নির্বাচনের কোনো জবাবদিহিতা নেই। তাই, ৭ জানুয়ারির একদলীয় নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে।
আজ শনিবার বিএনপি নাটোর শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দস তালুকদার দুলু এসব কথা বলেন।