সীমান্তে মানুষ মারা ভারতকে বাংলাদেশের মানুষ বন্ধু হিসেবে চায় না: ফারুক
পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা আর সীমান্তে মানুষ মারা ভারতকে বাংলাদেশের মানুষ বন্ধু হিসেবে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী এবার দিল্লি সফর থেকে খালি হাতে ফিরলে দেশের মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (২১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেললাইন স্থাপনের প্রস্তাবের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
ভারত দেশের অগণতান্ত্রিক সরকারকে ক্রমাগত সহযোগিতা করে আসছে বলেও দাবি করেন তিনি।
ফারুক বলেন, দেশের মানুষ দিল্লির আগ্রাসন কখনোই মেনে নেবে না। জনগণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনের দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।
ফারুক বলেন, সরকার কিছু সংখ্যক আমলা ও পুলিশকে দিয়ে অন্যায়ভাবে বিরোধীদল দমনে নিয়োজিত। এর প্রমাণ বেনজীর।
এ সময় তিনি দুর্নীতিবাজ আমলা ও পুলিশের তালিকা জনগণের সামনে তুলে ধরার অনুরোধ জানান।
ফারুক বলেন, যারা এক এগারো সৃষ্টি করেছিলেন, তারা টিকে থাকতে পারবেন না। জনগণ আমাদের সঙ্গে আছে। এর প্রমাণ ৭ জানুয়ারি। ওই ডামি নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি।
খালেদা জিয়াকে জেলে রাখতে পারলেও দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির এ নেতা।
শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নষ্ট করেছেন অভিযোগ করে তিনি আরও বলেন, তিনি (প্রধানমন্ত্রী) অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হয়েছেন। দেশের মানুষ দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয়।