জার্মানিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

0

জার্মানির নর্থ রাইন ভেস্টফালিয়া প্রদেশের কামেন শহরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কামেন শহরের এই দোয়া মাহফিলে জার্মানির বিভিন্ন শহরে বসবাসকারী বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছিলেন অসীম সাহসী কিংবদন্তি মহাপুরুষ। তার শাসন আমলে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সবাইকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তিনি দেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন।

হাফেজ শাহিনের কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হয়ে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডর্টমুন্ড বাংলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসলাম হোসেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com