ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী, ২৪ ঘণ্টার মধ্যে জানান: সেলিম

0

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আমেরিকা, ইসরায়েলের সঙ্গে গোপন সামরিক চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারও ফিলিস্তিনে গণহত্যার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ সদস্যপদ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবিতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট এ সমাবেশের আয়োজন করে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মোসাদের সম্পর্ক কী? ২৪ ঘণ্টার মধ্যে এই সরকারকে আনুষ্ঠানিকভাবে বলতে হবে। আনুষ্ঠানিকভাবে বলেন, বাংলাদেশের সঙ্গে মোসাদের কোনো সম্পর্ক নেই। তখন আমরা চ্যালেঞ্জ করব, কোথায় মোসাদের অফিস করে রেখেছে, কোথায় সিআইএর বসার জায়গা করে রেখেছে।’

তিনি বলেন, ‘পেগাসাসের সঙ্গে চুক্তি করা হলো কেন? এই পেগাসাস আমাদের দেশের মানুষের ব্যক্তিগত তথ্য এক জায়গায় নিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলার নামে সেই থেকে বাছাই করে, টার্গেট ঠিক করে বিভিন্ন রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।’

মোদি সরকার দক্ষিণ এশিয়ায় হিন্দুত্ববাদ কায়েমের জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি করছে উল্লেখ করে সেলিম বলেন, ‘বাংলাদেশ সরকার মোদিকে সন্তুষ্ট করার জন্য বা নিজের মসনদ শক্তিশালী করার জন্য জোটবদ্ধ হয়ে ইসরায়েল, ভারত, বাংলাদেশ—এমন একটা নেক্সাস তৈরি করে ষড়যন্ত্র কার্যকর করছে কি না আমরা এটা পরিষ্কার জানতে চাই। সেটি হয়ে থাকলে শেখ হাসিনা এবং তাঁর সরকারকেও এই গণহত্যার দায় বহন করতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com