ধরাছোঁয়ার বাইরে আজিজ-বেনজীরের মতো আরও রুই-কাতলা: মির্জা আব্বাস
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশপ্রধান বেনজীর আহমেদের মতো আরও রুই-কাতলা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, বিএনপির একজন নেতাকর্মী কোথায় থাকেন, তা খুঁজে বের করতে পারেন। অথচ বেনজীর কোথায় থাকলেন, তা বের করতে পারলেন না। কীভাবে পরিবার নিয়ে বিমানবন্দর ত্যাগ করলেন তিনি? ব্যাংক থেকে কোটি কোটি টাকা কীভাবে তুলে নিয়ে গেলেন?
শনিবার (১ জুন) রাজধানীর যাত্রাবাড়ীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের মদতপুষ্ট এসব দুষ্কৃতকারী বাংলাদেশের সব সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে। একে একে সবার নাম প্রকাশ হয়ে যাবে, ইনশাআল্লাহ। লুটেরা-খুনি-চোরদের বিচার করবে জনগণ।
মির্জা আব্বাস আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন, সেখান থেকে জিয়াউর রহমান উদারতা দেখিয়ে তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এখন সত্যিকারে বাকশাল কায়েম হয়ে গেছে। কেউ রাজনীতি করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না। চলছে লুটপাটের রাজত্ব।