জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, আর সরকার খাচ্ছে এসির বাতাস: আমিনুল

0

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। তখন এই ভোটারবিহীন আওয়ামী সরকার যারা ডামি নির্বাচন করে ক্ষমতায় বসে আছে, তারা এসির রুমে বসে ঠাণ্ডা বাতাস খাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে দেশের রিকশা চালকরা যেখানে সারাদিন রিকশা চালাতেন, কিন্তু তীব্র তাপদাহের কারণে তারা অর্ধবেলাও রিকশা চালাতে পারছেন না। দেখা যাচ্ছে, দিন শেষে তারা তাদের ঘরের খাবারটুকুও ঠিকমতো জুটাতে পারেন না। কিন্তু বর্তমান এই আওয়ামী ডামি সরকারের এই দিকে নজর নেই। তারা তাদের তাদের নিজেদের নিয়েই ব্যস্ত রয়েছে।

আমিনুল হক বলেন, আজ অসহায় সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দুর্বিষহ জীবন যাপন করছে। তীব্র তাপদাহে সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের কোনো লোকজন সাধারণ মানুষের পাশে নেই। এর থেকে উত্তরণের জন্য দেশে জনগণের সরকার প্রযোজন। বিএনপি জনগণের দল, জনগণের পাশে রয়েছে এবং থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com