নিজ বাংলোতে টর্চার সেল, সাময়িক বরখাস্ত ওসি

0

যশোরের চৌগাছা থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেনকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তার বিরুদ্ধে থানার প্রাচীরের মধ্যে নিজ বাংলোতে টর্চার সেল পরিচালনা, ঘুস, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি এবং নারী কেলেঙ্কারির মতো নানা অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৯ ডিসেম্বর) যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়। একইসঙ্গে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ।

তদন্ত চলাকালেই পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রেরিত এক আদেশে রোববার (৫ জানুয়ারি) ওসি পায়েল হোসেনকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ওসি পায়েলের বিরুদ্ধে গঠন হওয়া তদন্ত কমিটির কার্যক্রম এখনো চলমান। প্রতিবেদন জমা দেওয়ার পর সত্যতা মিললে বিভাগীয় মামলা করা হবে এবং চাকরির বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেপ্টেম্বর মাসে পায়েল হোসেন ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে যশোরের চৌগাছা থানার ওসির দায়িত্ব গ্রহণ করেন। থানায় যোগদানের পর থেকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওসি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে পুলিশ লাইনে ক্লোজড করে তদন্ত কমিটি গঠন করেন পুলিশ সুপার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com