শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ আইনজীবী ফোরামের

0

শ্রমজীবীদের মাঝে ‘খাবার স্যালাইন ও পানি বিতরণ’ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সারা দেশের ৬৪টি জেলা আইনজীবী সমিতিতে খাবার স্যালাইন ও পানি বিতরণ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করার জন্য সরকারের কোনো নীতিমালা তথা পরিকল্পনা নেই। উপরন্তু উন্নয়নের নামে সারা দেশের সর্বত্র গ্রাম থেকে শহর পর্যন্ত বৃক্ষ নিধনের উৎসব করছেন ক্ষমতাসীনরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com