এদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না: জামায়াত

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, সরকার জনগণের অধিকার আদায়ের এই গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য সর্বাত্মক হীন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নাই অথচ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশের জনগণ তাদের এই অপতৎপরতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে আছি সেই আন্দোলনকে সফল করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

রোবাবার (৫ নভেম্বর) সকালে অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টার সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ অবরোধের প্রথম দিন রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com