গ্রেফতার-হুলিয়া দিয়ে আন্দোলন স্তব্ধ করার সুযোগ নেই, প্রতিটি কর্মীই নেতার ভূমিকায়: ড. মঈন

0

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির আর পিছু ফেরার পথ নেই। গ্রেফতার করে, হুলিয়া দিয়ে আন্দোলন স্তব্ধ করারও কোনো সুযোগ নেই। বিএনপির প্রতিটি কর্মীই এখন নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারাই চলমান আন্দোলনে সফলতা আনবে।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপি আহূত অবরোধের তৃতীয় দিন শেষে গমণাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, সরকার এখনো জোর করছে, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। কিন্তু সংবিধানের জন্য তো জনগণ নয়, জনগণের জন্য সংবিধান এবং সেই কারণে আমাদের সংবিধান বারবার লিখিত ও পুনর্লিখিত হয়েছে। প্রয়োজনে আবারো তা হবে। তিনি বলেন, আমরা আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অটল রয়েছি। দাবি আদায়ে রাজপথে ছিলাম, রাজপথে আছি। জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা-হামলা, গ্রেফতার করে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নস্যাৎ করা যাবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার গণদাবিকে কোনোরকম তোয়াক্কা না করে সংবিধানের দোহাই দিয়ে আবারো একদলীয় সাজানো নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। আর এর বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জনগণ আজ ঐক্যবদ্ধ।

সরকার পতনের একদফা দাবিতে যে নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com