ভোট দিলেন ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন দক্ষিণ সিটির বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার সকাল ৮:৫০ মিনিটে রাজধানীর গোপীবাগে শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় ইশরাকের সাথে তার ছোট ভাই ছিলেন।
এর আগে শনিবার সকাল ৮টায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শুরুতে অনেক কেন্দ্রেই ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৬জন। আর কাউন্সিলর পদে ২৫১জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৭৭ জন নারী প্রার্থী ৫৪টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ছেন ৭জন। আর কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত আসনে ৮২ জন নারী প্রার্থী ৭৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকার দুই সিটিতে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭জন। ঢাকা উত্তরে ভোট কেন্দ্রের সংখ্যা ভোটকক্ষের সংখ্যা ১হাজার ৩১৮টি এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।