মানুষের মনে প্রশ্ন এবার কীভাবে চুরি করবে: ইশরাক

0

তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ এবার তো ইভিএম। ইভিএমে তো সিল মারা যায় না। বলা হচ্ছে, সকাল আটটার আগে মেশিন ওপেন হবে না। কিছু খবর আমরা পাচ্ছি, আটটার আগেও মেশিন চালু রাখা সম্ভব। এটা রাত পোহালে আমরা দেখতে পাব।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কনসুলারের সঙ্গে বৈঠক করেন ইশরাক হোসেন। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বিএনপির এই মেয়র প্রার্থী। দুপুর ১২টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় ১২টা ৩৫ মিনিটে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কাল রায় দিতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। তাদের রায় প্রদানের জন্য যা যা করণীয়, কেন্দ্র দখলের যদি পাঁয়তারা করা হয়, আমরা কেন্দ্র পাহারা দেব। দখল করব না দখলমুক্ত করব।’

ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘সেটা আগামী কাল দেখা যাবে।’

বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে, ডিবি হানা দিয়ে নেতা–কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইশরাক। এর আগে তিনি বলন, ‘সাড়ে তিন শ থেকে চার শ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করছেন তাঁরা। এই সংখ্যা বাড়তেও পারে।’

গণমাধ্যমকর্মীরা শেষ আশ্রয়স্থল উল্লেখ করে সঠিক তথ্যটা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান ইশরাক হোসেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com