নির্বাচন কমিশনের ওপর জনগণ আস্থা হারাচ্ছে, বললেন চেয়ারম্যান জিয়া উদ্দিন বাবলু

0

নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি একটা মেরুদন্ডহীন মানুষের মতো, কারণ নির্বাচনে এতো দ্বিধাদ্বন্দ্ব ও সংকট কাজ করছে তাদের দায়িত্বহীনতার ফলে। মূলত গণতন্ত্র তার মূল জায়গা এখনও যেতে পারেনি বরং বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যার ফলে নির্বাচন কমিশনের প্রতি মানুষ আস্থা হারিয়েছে এবং আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার (৩১জানুয়ারি) জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু ডিবিসি টিভির টকশো অনুষ্ঠানে এসব কথা বলেন।

আহমেদ বাবলু বলেন, যতক্ষণ না মানুষের মধ্যে নির্বাচন কমিশনের ওপর আস্থা ও বিশ্বাস তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীল পরিবেশ চলবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন এবং সরকারে দায়িত্ব হলো, নির্বাচনের পরিবেশ এমনভাবে রাখা, যাতে সবাই অংশ গ্রহণ করতে পারে। তবে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com