আরও ভারী অস্ত্র পেতে পারে ইউক্রেন: ন্যাটো
ইউক্রেন শিগগিরই পশ্চিমা দেশগুলো থেকে আরও ভারী অস্ত্র সরবরাহের আশা করতে পারে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
জার্মান একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
কিয়েভ দীর্ঘকাল ধরে ট্যাঙ্কসহ ভারী অস্ত্রের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু ভারী অস্ত্র সরবরাহ করা হলে তা রাশিয়াকে উসকানি দেওয়া হতে পারে, এমন যুক্তি দেখিয়ে সরবরাহ থেকে বিরত ছিল পশ্চিমা দেশগুলো।
স্টলটেনবার্গ বলেন, ভারী যুদ্ধাস্ত্রের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ।
জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে কিয়েভকে অস্ত্র সরবরাহের সমন্বয়কারী ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের একটি বৈঠকের আগে ন্যাটো মহাসচিবের এমন মন্তব্য এলো।
স্টলটেনবার্গ বলেন, আমরা যুদ্ধের একটি সিদ্ধান্তমূলক পর্যায়ে আছি। অতএব, এটি গুরুত্বপূর্ণ যে আমরা ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করি।
পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহের মাত্রা ক্রমেই বাড়াচ্ছে।
এই মাসের শুরুর দিকে, ফ্রান্স, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র যথাক্রমে ফরাসি এএমএক্স- ১০ আরসি লাইট ট্যাংক, ৪০টি জার্মান মার্ডার ইনফ্যান্ট্রি ভেহিক্যাল এবং ৫০টি ব্র্যাডলি ফাইটিং ভেহিকেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রথম পশ্চিমা দেশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে হামলা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভুল করেছেন।