নির্বাচন নিয়ে দূতাবাসগুলোর বিবৃতি

0

আসন্ন ঢাকা সিটি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে যৌথ বিবৃতি দিয়েছে ঢাকাস্থ কূটনৈতিক মিশনগুলো।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রিটিশ হাইকমিশনের ভেরিফাইড পেজে এ বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতি বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ঢাকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি সুযোগ। ঢাকায় অবস্থিত কূটনৈতিক এবং নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত পর্যবক্ষেক হিসেবে আমরা এই শহরের ভোট কেন্দ্রসমূহে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা করছি। আমরা আরো আশা করছি যে, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং সব সংশ্লিষ্ট রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনগণের ভোট দেওয়ার অধিকারকে সম্মান জানাবেন এবং স্বচ্ছতা ও সততার সাথে ভোট গণনা করবেন।

যৌথ বিবৃতিটি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, যুক্তরাজ্য, ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং নরওয়ে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com