রিজভীকে দেখতে হাসপাতালে নেতাকর্মীরা

0

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে হামলায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন। আহত এ নেতাকে দেখতে হাসপাতালে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত রিজভীর পাশে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম, যুবদল মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান বাচ্চু, ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়রপ্রার্থী ইশরাক হোসেনও আহত রিজভীকে দেখতে যান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপিদলীয় মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ ৩৫ জন আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com