‘সব ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি, কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

0

উৎসবমুখর পরিবেশে নির্বাচনী গণসংযোগ শেষ করেছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে শেষ মুহূর্তে কয়েকটি পথসভা ও মিছিলে অংশ নেন ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল।

এসব কর্মসূচিতে তিনি বলেন, ‘সব ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি, কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। চেষ্টা করা হবে ভয় ভীতি দেখানো জন্য। আমরা যেন ভয়ভীতিতে হার না মানি, মাথা নত না করি। ভয়কে জয় করে মাথা উঁচু করে ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে, নতুন ঢাকা গড়তে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে ১ ফেব্রুয়ারি ভোট দেব। আপনারাও ভোট দেবেন।’

মগবাজার চৌরস্তার পথসভায় তাবিথ আউয়াল বলেন, ‘প্রতিপক্ষরা যথেষ্ট চেষ্টা করবে, ভোট কেন্দ্র থেকে ভোটারদের দূরে রাখতে, ভোটার উপস্থিতি কমিয়ে রাখতে। আমাদের শক্তি জনগণ। আমরা জনগণকে নিয়ে ভোটকেন্দ্র রক্ষার চেষ্টা করবো।’

সাংবাদকিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ব্যাপক সাড়া পেয়েছি, প্রচারণায় সেটি আরও বেড়েছে। আমরা বিশ্বাস করি মানুষ ভোট দিতে পারলে ধানের শীষ ব্যাপকভাবে জয়ী হবে।

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে আগামী ৪৮ ঘণ্টা তারা এমন পদক্ষেপ নেবেন যাতে সাধারণ ভোটাররা সন্তুষ্ট এবং ভয়ভীতি ছাড়া কেন্দ্রে যেতে ও ভোট দিতে পারেন।’

মগবাজার থেকে কারওয়ান বাজার হয়ে মোহাম্মদপুর যান ধানের শীষের প্রার্থী তাবিথ। পথে পথে নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানায়। তিনিও হাত নেড়ে তাদের অভিবাদন জানান।

মোহাম্মদপুরের পথসভায় তিনি বলেন, ‘নিরাপত্তার শঙ্কা যেমন আছে, প্রস্তুতিও তেমন আছে। আমরা সকলে প্রস্তুত দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। সবাই সকালে ভোটকেন্দ্রে যাবেন, নির্ভয়ে ভোট দেবেন। কোনো ভয় ভীতিতে মাথা নত করবেন না, কোনো গুজব শুনবেন না। প্রতিপক্ষের একটাই হাতিয়ার সেটা আমাদেরকে ভোটকেন্দ্র থেকে বিমুখ করে রাখা। ভোটার উপস্থিতি কমিয়ে রাখা। আমরা সেটা হতে দেব না। আমরা ভোট দেব। ভোট দিয়ে ধানের শীষ মার্কাকে জয় যুক্ত করবো। এই মার্কাকে জয়যুক্ত করতে পারলে ভোটের অধিকার ফিরে পাব। আমরা মনোবল শক্ত করে ভোটকেন্দ্রে যাব এবং ধানের শীষ মার্কায় ভোট দেব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com