৪০ বছরের কারাদণ্ড ভোগের পর মুক্তি পেলেন এক ফিলিস্তিনি

0

ফিলিস্তিনের বৃহত্তম জাতিগত সংখ্যালঘু আরব-ইসরাইল গোষ্ঠীর করিম ইউনিস নামের এক বন্দী মুক্তি পেয়েছেন। এক ইসরাইলি সৈন্য হত্যার দায়ে তিনি ৪০ বছর কারাদণ্ড ভোগ করেন তিনি।

বৃহস্পতিবার তিনি মুক্তি পান। এ সময় তার গ্রামের শত শত সমর্থক তাকে স্বাগত জানিয়েছে।

জানা গেছে, ৬৪ বছর বয়সী ইউনিস উত্তর ফিলিস্তিনের আরা অঞ্চলের বাসিন্দা। তিনি নিজ অঞ্চলে ফিরে গেলে ফিলিস্তিনি জাতীয় সঙ্গীত গেয়ে এক দল জনতা তাকে স্বাগত জানায়।

ইউনিস বলেন, ‘প্রতিটি বন্দীর গল্পই একটি সম্পূর্ণ মানুষের গল্প এবং আমি গর্বিত যে যারা ফিলিস্তিনের জন্য আত্মত্যাগ করেছেন আমি তাদের একজন।’

অধিকৃত গোলান হাইটসে তার তিন বছর আগে আব্রহাম ব্রুমবার্গ নামে এক ইসরাইলি সৈন্য হত্যার দায়ে ইউনিসকে ১৯৮৩ সালে দোষী সাব্যস্ত করে ৪০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com