ইংল্যান্ড সিরিজেই থাকছে টাইগারদের নতুন কোচ

0

পদত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ দলে শেষ হয়েছে রাসেল ডমিঙ্গো অধ্যায়। গতকাল বুধবারই এই তথ্য নিশ্চিতভাবে জানা গিয়েছিল। এর আগে মঙ্গলবার রাতে বিসিবিকে মেইল করে চাকরি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছিলেন ডমিঙ্গো। অবশ্য এফটিপির ২০২৩ সালে ব্যস্ত সূচিতে ঠাসা বাংলাদেশ দলের খেলা। মার্চেই ইংল্যান্ডের সাথে হোম সিরিজ, আর এই সিরিজের আগেই টাইগারদদের প্রধান কোচ ঠিক হয়ে যাবে বলে জানালেন জালাল ইউনুস।

গতকাল বুধবার বিসিবির ক্রিকেট অপারেশান্সের এই চেয়ারম্যান আশ্বস্ত করেছেন যেসব কোচদের সঙ্গে আলাপ আলোচনা চলছে তাদের মধ্যেই হয়ত কেউ দায়িত্ব নেবে। তবে এখনই নাম উল্লেখ করতে নারাজ বিসিবির ক্রিকেট অপরাশেন্সের এই প্রধান কর্তা।

জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই দেখতে পাবেন। ইংল্যান্ডের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর ডিসক্লোজ করবো। হয়তো দুজন কোচকে দেখা যাবে।’

এছাড়া ডমিঙ্গোর পদত্যাগ নিয়ে জালাল ইউনুস জানান, ‘পদত্যাগ করেছে, এটা ঠিক আছে। গতকাল রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে পদত্যাগের। এখানে কোনো কারণ দেখায়নি, সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এর জন্য। বাংলাদেশ দলকে উইশ করেছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com