ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তি চায় রাশিয়া: পুতিন

0

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের সমাপ্তি চায় রাশিয়া। এ জন্য শান্তি আলোচনায় বসতেও রাজি মস্কো— এমন কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবির মন্তব্যের জবাবে এ কথা বললেন তিনি। খবর আলজাজিরার।

জন কিরবি গতকাল বলেছিলেন, ‘ইউক্রেন যুদ্ধ থামাতে চায় না রাশিয়া। আলোচনা করার কোনো ইঙ্গিতও পুতিন দেননি।’

ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় বুধবার যুক্তরাষ্ট্রে সফর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। সেই সঙ্গে মার্কিন কংগ্রেসে বক্তব্য দিয়েছেন জেলেনস্কি।

এদিকে কয়েক দিন ধরেই ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সরবরাহ নিয়ে আলোচনা চলছে। এবার এ সম্পর্কে মুখ খুলেছেন পুতিন। তিনি জানান, ‘যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে।’ এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধের অভিযোগও এনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com